বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করা জরুরি : রাষ্ট্রপতি

image_158051.prasident (1)
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নত ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করে মূল স্রোতধারায় সম্পৃক্ত করা জরুরি। আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস যথাযোগ্য গুরুত্বের সাথে পালনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এ উপলক্ষে তিনি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসমূহকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের আপনজন। তাদের আদরযত্ন, নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এ প্রেক্ষাপটে এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য টেকসই উন্নয়ন: প্রযুক্তি প্রসারণ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে প্রতিবন্ধী ব্যক্তিগণও তাদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিগণ দক্ষ হবেন এবং জাতীয় উন্নয়নে আরো অবদান রাখতে সক্ষম হবেন।