চট্টগ্রামের মীরসরাই এর সর্ববৃহৎ সামাজিক ও শিক্ষাবান্বব সংগঠন প্রজন্ম মীরসরাই এর সভাপতি নির্বাচিত হলেন রাজীব চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন এছাড়াও মোঃমামুনুর রশীদ মামুনকে সিনিয়র সহ-সভাপতি, মো.গোলাম রব্বানী ও ওমর ফারুক কে সহ-সভাপতি, নুপুর দাশকে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম
ও তোফাজ্জল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, রিপন দাশ, মোঃশাহাদাত হোসেন রিপাত, সাজেদুল করিম আসাদকে সাংগঠনিক সম্পাদক, রাহুল দাশকে অর্থ সম্পাদক, জুয়েল দাশ দপ্তর সম্পাদক, মোঃশাহাদাত হোসেন প্রকাশনা সম্পাদক, সুজন চন্দ্র দাশ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, রেজাউল করিম মুন্না যুগ্ম শিক্ষা ও সাহিত্য, আজমল হোসেন মুন্না প্রচার সম্পাদক, মোঃমহসিন তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোঃইরফান স্বাস্থ্য ও চিকিৎসা, নয়ন দাশ কার্যকরী সদস্য -১,বোরহান উদ্দিন কার্যকরী সদস্য -২ করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়।
এছাড়াও প্রধান ইউনিয়ন সমন্বয়ক মো.তানজিল, যুগ্ন প্রধান ইউনিয়ন সমন্বয়ক সনেট দত্ত, নাঈমুল হাসান, জিকু দাশ,মুসলিম ,ইয়াসিন আরমানসহ ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২ জন করে মোট ৩৬ জনকে ইউনিয়ন সমন্বয়ক করে কমিটি ঘোষণা করা হয়।