কামরুল ইসলাম : মীরসরাই উপজেলার ১নং করেরহাট এর অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্মের ভাবনার উদ্যোগে উপহার সামগ্রী বিতরন করা হয়। গত ৫ই মে, মঙ্গলবার মানবিক সহযোগিতা সমূহ অসহায়দের দুয়ারে দুয়ারে নিজস্ব তত্ত্বাবধানে পৌঁছে দিয়েছে প্রজন্মের ভাবনার মানবতাবাদী সুহৃদগন।
পবিত্র আমানত প্রজন্মের ভাবনা এর কল্যাণ তহবিল হতে এবং প্রজন্মের ভাবনার কার্যনির্বাহী সদস্য এমদাদের ব্যক্তিগত অর্থায়নে সহায়তা প্রদান করা হয়। চলমান সংকটকালে যারা ইতোপূর্বে কোনোরুপ সহায়তা পায়নি বা চাইতে পারেনি, পুর্ব অলিনগর, দক্ষিণ অলিনগর, কয়লা, ছত্তরুয়া, সাইবেনীখিল, সরকারতালুক, পশ্চিমজোয়ার, হাবিলদারবাসা, গেড়ামারা, ভালুকিয়ার এরূপ কিছু মানুষের ঘরে মানবতাবাদী সহযোদ্ধাদের মাধ্যমে পৌঁছে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, পেয়াজ, আলু, খেজুর, চিনি এবং কুমড়া। যাদের আর্থিক সহায়তায় পবিত্র আমানতে প্রজন্মের ভাবনার কল্যাণ তহবিল গঠিত হয়েছে তাদের মানবিক উদ্যোগ যেনো কবুল হয় সেজন্য প্রজন্মের ভাবনার সদস্যরা দোয়া চেয়েছেন।