Saturday, December 14Welcome khabarica24 Online

প্রকাশিত হল কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর ৩য় কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ “হৃদয় গহীনে”

সানোয়ারুল ইসলাম রনি।

ঢাকা ও কলকাতা বই মেলায় পাওয়া যাচ্ছে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর ৩য় কাব্যগ্রস্থের দ্বিতীয় সংস্করণ হৃদয় গহীনে। গ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে ঢাকায় একুশে বইমেলার তৃপ্তি প্রকাশ কুঠি (ষ্টল নং ৫৫৮/৫৯) ও কলকাতা বইমেলায় অরণ্যমন প্রকাশনী (ষ্টল নং ৪৪৫)।
তিন দশক ধরে কবিতার সাথে প্রেম কবি মাহবুব পলাশ এর। কবি ১৯৭৪ সালের মে মাসে জন্মগ্রাহন করেন। শিল্প সাহিত্য অঙ্গন নিয়ে তাঁর পথচলা নব্বই এর দশক থেকে। মীরসরাই কবিতা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি। পেশাগতভাবে তিনি একজন সাংবাদিক। দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর ও চট্টগ্রাম সর্বাধিক জনপ্রিয় দৈনিক আজাদী পত্রিকার মীরসরাই প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। উত্তর চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক পাক্ষিক খবরিকা পত্রিকার সম্পাদক।
কবি ও সাংবাদিক মাহবুব পলাশ বলেন, সবার ভালোবাসা দোয়া প্রার্থনা করছি যেন পাঠক প্রিয়তা পায় ৩য় কাব্যগ্রস্থের দ্বিতীয় সংস্করণ ” হৃদয় গহীনে” কবিতার বইটির আত্মপ্রকাশ ঘটেছে আশাকরি। তিনি আরও বলেন, কলকাতা বইমেলায় ১০ ফ্রেবুয়ারী মোড়ক উন্মোচনের কথা রয়েছে।