সম্প্রতিকালে কয়েকটি গনমাধ্যম উদ্যেশ্যমূলকভাবে আমার ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে আমি অবৈধভাবে বালু উত্তোলন করছি বলে মিধ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। অথচ আমার প্রতিষ্ঠান বেজা এবং বেপজার অনুমতি ছাড়া কোথাও কোন অন্যায়ভাবে বালু উত্তোলন করি নাই। বিধি অনুযায়ী সুপার ডাইক থেকে দেড় কিলোমিটার দূরে এবং জোয়ারের সময় বালু উত্তোলন করা। আমি উক্ত নিয়ম পরিপূর্ণভাবে মেনে চলছি। এছাড়া আরো বেশীই সচেতনতা অনুসরন করছি। অথচ অন্যরা আরো তা ও মানছে না। কিন্তু একটি ঈর্ষান্বিত মহল আমার সম্মানহানি করার নিমিত্তে আমার বিরুদ্ধে এমন অপপ্রচারে লিপ্ত রয়েছে। এমন উদ্যেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
জাহাঙ্গির হোসাইন মাষ্টার,
চেয়ারম্যান,
১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ, মীরসরাই, চট্টগ্রাম।