শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক পূর্বকোণ এবং অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মীরসরাইয়ের ৫নং ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মুক্তিযোদ্ধা কাদের চৌধুরীর ছেলে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্র সাজ্জাদ, সন্ত্রাসী আরিফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় যে, সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্ঠিগোচর হয়েছে। সংবাদে ঘাতক আরিফুল ইসলামের সাথে মীরসরাইয়ের জোরারগঞ্জে দীর্ঘ ১০ বছরের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভিআইপি স্পোটিং ক্লাবকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কু-চক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র পূর্বক প্রতিষ্টানটির সু-নাম নষ্ট করার লক্ষে সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করেছে। মূলত কথিত এই সন্ত্রাসী আরিফের সাথে ভিআইপি গ্রুপের কখনো কোন দিন সম্পর্ক ছিলোনা এবং এই নামের কাউকে ভিআইপি গ্রুপ চেনেনা। এই বিভ্রান্তিমূলক মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ায় আমাদের ভিআইপি স্পোটিং ক্লাব এবং সদস্যবৃন্দের সুনাম নষ্ট হয়েছে যা মানহানিকর। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানারাত আহম্মদ চৌধুরী বাবু
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।