বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্যারিসে পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলা, নিহত ১১

image-3_201126
ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লি হেবদো নামে একটি বিদ্রুপাত্মক সাময়িকীর অফিসে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন লোক নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই পত্রিকাটি আগেও হামলার শিকার হয়েছিল।প্রত্যক্ষদর্শীরা বলছেন, কালো পোশাক পরা দুজন লোক কালাশনিকভ রাইফেল নিয়ে পত্রিকা অফিসে ঢুকে। এর কয়েক মিনিট পরেই গুলির শব্দ শোনা যায়।পত্রিকাটি তার সবশেষ টুইটে ইসলামিক স্টেট নেতা আল-বাগদাদিকে নিয়ে একটি কার্টুন প্রকাশ করেছিল। খবর বিবিসি বাংলার।ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলন্দ একে একটি ‘বর্বর সন্ত্রাসবাদী হামলা’ বলে বর্ণনা করেছেন।২০১১ সালের পত্রিকাটি ইসলামের নবী মুহাম্মদকে তাকে ‘প্রধান সম্পাদক’ বলে উল্লেখ করার পর পত্রিকাটির অফিসে বোমা হামলা হয়।