একদিনের পোশাকি নয়, আচার-আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি হওয়ার আহবান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে ফেনী সদরের পিটিআই মাঠে বর্ষবরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংস্কৃতিক পরিবেশকে সুস্থ রাখতে হলে রাজনীতিকে সুস্থ রাখতে হবে। একদিনের পোশাকি বাঙালি হতে চাই না। সারা বছর নিজ নিজ আচার-আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি হতে হবে। পরে মন্ত্রী সেখানে পাঁচ দিনব্যাপী গ্রামীণ মেলার উদ্বোধন করেন।
যোগাযোগমন্ত্রী বলেন, যেদিকে তাকান শুধু ভাঙনের সুর, রাজনীতিতে ভাঙনের সুর, সংস্কৃতিতে ভাঙনের সুর। বৈশাখী মিলনমেলার মধ্য দিয়ে ভাঙনের সুর থেকে প্রত্যাশাকে নিয়ে যাব মিলনের মোহনায়।অনুষ্ঠানে ফেনী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে সৃজনশীলতায় অনন্য অবদান রাখার জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক দেয়া হয়। মঙ্গল শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য ও ব্যতিক্রমী সাংস্কৃতিক পরিবেশনার জন্য কয়েকটি মঙ্গল শোভাযাত্রাকে স্মারক দেয়া হয়। আলোচনা সভা শেষে মন্ত্রী ফেনী পিটিআই মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচ দিনের গ্রামীণ মেলার উদ্বোধন করেন।
যোগাযোগমন্ত্রী বলেন, যেদিকে তাকান শুধু ভাঙনের সুর, রাজনীতিতে ভাঙনের সুর, সংস্কৃতিতে ভাঙনের সুর। বৈশাখী মিলনমেলার মধ্য দিয়ে ভাঙনের সুর থেকে প্রত্যাশাকে নিয়ে যাব মিলনের মোহনায়।অনুষ্ঠানে ফেনী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে সৃজনশীলতায় অনন্য অবদান রাখার জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক দেয়া হয়। মঙ্গল শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য ও ব্যতিক্রমী সাংস্কৃতিক পরিবেশনার জন্য কয়েকটি মঙ্গল শোভাযাত্রাকে স্মারক দেয়া হয়। আলোচনা সভা শেষে মন্ত্রী ফেনী পিটিআই মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচ দিনের গ্রামীণ মেলার উদ্বোধন করেন।