এম জাবেদ হোসাইন ; মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ১০২ নং সরকারী প্রথমিক বিদ্যালয়ের সমাপনি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান (১৬ নভেম্বর) শনিবার স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়। স্কুলের সিনিয়র শিক্ষক দুলাল চন্দ্র দাশ এর সঞ্চনালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের আহম্মদ নিজামী, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন- খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু সাবেক সভাপতি এস এম সরওয়ার উদ্দিন ওয়ার্ড আওমীলীগের সভাপতি করিম ভূইয়া খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম উদ্দিন চৌধুরী, মঞ্জু কাদের, যুবলীগ নেতা নুর উদ্দিন প্রমুখ। পোলমোগরা সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, শিক্ষিকা মালেকা জেসমিন, সাকেলা জেসমিন, ফারহানা আক্তার শিক্ষার্থীদের দিক নির্দেশা মূলক বক্তব্য প্রধান করে বলেন, তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ তোমার দেশ ও জাতীর উজ্জ্বল নক্ষত্র। বিদ্যালয় পরিচালানা পরিষদের সভাপতি সোহরাব হোসেন টুটুল এর পক্ষ থেকে ৩০ জন শিক্ষার্থীদের মাঝে, কলম পেনসিল, রাবার, স্কেল, জ্যামিতি বক্স সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।