রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার বলেছে, মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘ইস্টার অস্ত্র বিরতি’ ভঙ্গ করে মারাত্মক গোলাগুলির ঘটনায় বিক্ষুব্ধ।
বিবৃতিতে কিয়েভের প্রতি আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চলার এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানানো হয়।রাশিয়ার সাংবাদ সংস্থাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘যোদ্ধাদের এই উসকানিতে রুশ পক্ষ ক্ষুব্ধ।’এতে বলা হয়, ‘রাশিয়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে ইউক্রেনের কঠোর বাধ্যবাধকতা মেনে চলার ওপর জোর দিচ্ছে।’