Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে ফাঁসি কার্যকর বেআইনি

mahbub_41544

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং রিভিউ নিষ্পত্তি হওয়ার আগে জামায়াত নেতা কামারুজ্জামানের দণ্ড কার্যকর করা হলে তা হবে বেআইনি।’

তিনি বলেন, ‘রিভিউ করতে পূর্ণাঙ্গ রায়ের কপি চেয়ে আবেদন করা হয়েছে। পূর্ণাঙ্গ রায় পেলে আমরা রিভিউ দাখিল করবো।’ এর আগে রায় কার্যকর করা আইনসম্মত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান  মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব এসব কথা বলেন।

মাহবুব বলেন, ‘যেহেতু আপিলে বিভক্তি রায় এসেছে সেজন্য রিভিউ করা আরো বেশি জরুরি।’

রিভিউ করা হলে এ মামলায় কামারুজ্জামান খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেন প্রবীণ এই আইনজীবী নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট সাইফুর রহমান, শিশির মনির, আসাদ উদ্দিন ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।