২০ দলীয় জোটের আন্দোলন থামাতে র্যাব-পুলিশ ব্যবহার না করে, সরকারকে তা রাজপথে প্রতিহত করার চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘সরকারের মন্ত্রীরা আন্দোলনের নামে রাস্তায় নামলে হাত-ভেঙে দেয়া হবে, গায়ের চামড়া তুলে নেয়া হবে ইত্যাদি কথা বলছেন। কিন্তু আমরা তাদের স্পষ্টভাষায় বলতে চাই, র্যাব- পুলিশ ছাড়া রাস্তায় নামুন। দেখা যাবে গায়ের চামড়া কে তোলে কিংবা হাত-পা কারা ভাঙবে, জনগন তা বলবে।’সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশকে সরকার এক চরম অন্ধকারে দিকে ঠেলে দিয়েছে। এ থেকে মুক্তি পেতে হবে। সরকার এসব কানে তুলছে না। তাদের কথা শুনলে মনে হবে তারা এদেশের মালিক-মোক্তার হয়ে গেছে। তারা তালুকদারি পেয়েছে।’মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ করে ফেলেছে। নির্বাচন কমিশন তাদের (সরকার) বংশবদ প্রতিষ্ঠানে পরিণত করেছে। বিচার বিভাগে ন্যায় বিচার পাওয়া যায় না। এখন এমন বিচার বিভাগ যা পুলিশ বাহিনী থেকেও ভয়ংকর। এই বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা ৮ হাজার মামলা খারিজ করে দিয়েছে। বিচার বিভাগের নামে এরকম প্রহসন জনগন সহ্য করবে না।