মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘পুলিশ গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে’

বিশেষ প্রতিনিধি, দুবাই :
20150523_232425
পুলিশ সর্বদা একটি গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে বলে মন্তব্য করলেন পুলিশ এর মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক। শনিবার রাতে দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী কর্তৃক শারজাহ ক্রিস্টাল প্লাজার ডানিয়াল রেষ্টুরেন্ট এর হল রুমের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি বিরোধী দলের অবরোধের সময় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষকে পুডিয়ে মারা কোনো রাজনীতি হতে পারে না। তারা চেয়েছিল ঢাকাকে অন্য জেলাগুলো থেকে বিছিন্ন করে সরকার পতন ঘটাবে, কিন্তু তা করতে দেয়া হয়নি। পুলিশ এসব ব্যাপারে সব সময় সচেতন।’
প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের কন্স্যাল জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান। নুরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, কমার্শিয়াল কাউন্সিলার রফিকুল ইসলাম, অধ্যাপক আবদু সবুর, মোহাম্মদ সেলিম উদ্দিন চোধুরী, আহাম্মদ আলী জাহাঙ্গীর, শৈবাল বডুয়া প্রমুখ।
এর আগে প্রবাসীদের পক্ষ থেকে অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।