নাছির উদ্দিন ঃ
মীরসরাইয়ে পুলিশ কন্সটেবলে নতুন রিক্রুটদের দুই থানায় মিষ্টি মুখ ও ফুলদিয়ে সংবর্ধনা প্রদান করেছে। বৃহস্পতিাবর ১৮ জুলআি দুপুওে মীরসরাই থানা কার্যলয়ে এবং সন্ধ্যায় জোরারগঞ্জ থানা কার্যারয়ে পৃথক পৃথক এ সংবর্ধনার আয়োজনসকওে মীররসাই এবং জোরারগঞ্জ থানা। শীরসরাই থানা এখায় মোট ৮১ জন এবং জোরারগঞ্জ থানা এলাকায় ৬৯ জনসহ দুই থানায় মোট ১৫০ জন কন্সটেবল পদে চাকুরীর জন্য মনোনীত হয়। দুপুরে মীরসরাই থানায় ওসি তদন্ত বিপুল দেবনাথের সঞ্চলনায় বক্তব্য প্রাদন করেন, থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির, সাংবাদিক বিপুল দাস, সাংবাদিক নাছির উদ্দিন।
এসময় থানার সেকেন্ড অফিসার দীনেশ চন্দ্র দাসগুপ্তসহ থানার সকল কর্মকর্মা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নতুনদেও ফুল দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে পুলিশ বাহিনীতে অভ্যর্থনা জানান। এদিকে সন্ধ্যায় জোরারগঞ্জ থানার আয়োজনে থানা কার্যালয়ে থানা এলাকায় কন্সটেবল পদে চাকুরীর জন্য মনোনীতদের ফুল দিয়ে বরণ করে এবং মিষ্টি মুখ করিয়ে অভ্যর্থনা জানানো হয়। ওসি তদন্ত মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, থানার অফিসার ইনজার্চ ইফতেখার হাসান (বিপিএম)। এসময় থানার সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ উপন্থিত ছিলেন। অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ঘুষ বিহীন সচ্ছভাবে চাকুরী হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।