শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

bpolice_flag_53206

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে পুলিশের বর্তমান অতিরিক্ত মহাপরিদর্শক [প্রশাসন] এ কে এম শহীদুল হককে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র বতর্মান কমিশনার বেনজীর আহমেদকে র‌্যাবের মহাপরিচালক করা হয়েছে। আর ডিএমপি’র নতুন কমিশনার হয়েছেন বর্তমান ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান মিয়া। উল্লেখ্য, আগামীকাল পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। ২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এর পর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।