পথচারী ও গাড়ির চলাচল, কোনো অঘটন-দুর্ঘটনাসহ রাস্তার সব ধরনের চিত্র স্বয়ংক্রিয়ভাবে ধারণ হবে ট্রাফিক সার্জেন্টদের শরীরে যুক্ত বিশেষ ধরনের ক্যামেরায়। এমনকি সার্জেন্টের কর্মকাণ্ডও ধরা পড়বে এতে। ‘বডি ওর্ন’ নামে এই ক্যামেরায় টানা আট ঘণ্টা রেকর্ড করা সম্ভব ভিডিও ও অডিও; যা অকাট্য প্রমাণ হিসেবে তদন্ত কার্যক্রমের সহায়ক হবে। সার্জেন্টের বুকে ও মাথায় যুক্ত করে রাখা যায় এমন ১৫টি ক্যামেরা দিয়ে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শাহবাগে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ নতুন এই প্রযুক্তির কার্যক্রম উদ্বোধন করে বলেন, এখন ১৫টি ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু করা হচ্ছে। ভবিষ্যতে ধারাবাহিকভাবে আরও ৪০০ ক্যামেরা ঢাকা নগরীতে দেওয়া হবে। তিনি বলেন, এটি হাই রেজুলেশনের ১৬ মেগাপিক্সেলে ক্যামেরা, যার মাধ্যমে চার ঘণ্টা অডিও ও ভিডিও রেকর্ডিং করা যায়। এটি চাইলে কমান্ড সেন্টার থেকেও দেখা যাবে। এটি শরীরে অথবা মাথায় পরা যায়। এই ক্যামেরায় রাস্তার সব ধরনের চিত্র ও সার্জেন্টের কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থাকবে। নিজের ইচ্ছায় মুছে ফেলতে পারবেন না।