Saturday, January 25Welcome khabarica24 Online

পুলিশকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

hasina_128570

রমজান এবং ঈদ-উল-ফিতরে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে পুলিশের আইজিপিসহ উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিকট নিরাপদ ঈদ উদযাপনে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং যানবাহন চলাচল সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ জন্য তিনি আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের সকল স্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় অতিরিক্ত আইজিপি এ. কে. এম. শহীদুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মোঃ মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।