মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পুলিশকে জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান

pm_86705

মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নির্মিত বাণিজ্যিক ভবন ‘পুলিশ কনকর্ড প্লাজা’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।পুলিশ বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছে আশা করবো সবসময় মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, তাদের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। যাতে পুলিশের ওপর মানুষের মধ্যে সবসময় আস্থা ও বিশ্বাস বজায় থাকে।তিনি আরও বলেন, আপনাদের কাছ থেকে সেবা পাবে মানুষ এটাই আশা করে। মানুষের সে আকাঙ্ক্ষটা আপনারা পূরণ করবেন। সেটাই আমরা সবসময় চাই। আর আপনাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমাদের। সরকার হিসেবে সেটা আমরা করবো।প্রধানমন্ত্রী বলেন, কোনো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য আজ আমরা সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে সক্ষম হয়েছি।শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি নির্মূল করে অর্থনৈতিক উন্নতিতে গতিশীলতা আমরা আনবো। বাংলাদেশ উন্নত হবে। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এক্ষেত্রে পুলিশ বাহিনী বিরাট একটা ভূমিকা পালন করে যাচ্ছে।এসময় ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা উন্নত, শান্তিপূর্ণ দেশ হবে।’ হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি একেএম শহিদুল হকসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।