মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পুরান ঢাকায় আফরোজা আব্বাসের গণসংযোগ

abbas_75683

বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচারে আজ শনিবার পুরান ঢাকার গোপীবাগ গেছেন। ১২তম দিনের প্রচারে সকাল ৯টায় তিনি সেখানে যান। এসময় তাঁর সঙ্গে ছাত্রদল, যুবদল ও মহিলা দলের স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন।আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে মির্জা আব্বাসের ‘মগ’ প্রতীকের প্রচারকালে আফরোজা আব্বাস বিভিন্ন দোকানের মালিক-কর্মচারী, পথচারী ও বাসাবাড়িতে গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চান। আফরোজা আব্বাস পুরান ঢাকার গোপীবাগ, টিকাটুলী, স্বামীবাগ, ওয়ারী, দয়াগঞ্জ, সূত্রাপুর, গেণ্ডারিয়া, ফরিদাবাদ ও নারিন্দায় প্রচার ও গণসংযোগ করবেন বলে জানা গেছে।