সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে চার হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি চার লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, বিএসসি, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডা., মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, বিএসসিসিএল ও ইউসিবিএল।অন্যদিকে বুধবার সিএসইতে সাধারণ সূচক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে আট হাজার ৭৮৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি।সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।