Saturday, December 14Welcome khabarica24 Online

পাবনায় শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

pabnar chatmohar shohid minar vangchur photo-20.02.14_44606

 

পাবনা চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। লোক চক্ষুর অন্তরালে দূর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙ্গে ফেলে। তবে পুলিশের ধারনা আজ ভোরে তার এ কাজ করেছে। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটি অজ্ঞাত দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলে। আজ সকালে স্কুল খুললে তারা শহীদ মিনার ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনা স্থলটি পরিদর্শন করেছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে অনুসন্ধান চলছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।