সোমবার সকালে ফের গোলাগুলিতে উত্তপ্ত হল ভারতের কাশ্মীর সীমান্ত। মৃত্যু হয় পাঁচ ভারতীয়ের। জম্মুর আরএস পুরা সেক্টরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক দশ বছরের শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে ৩০ জন। গত তিনদিনে এই নিয়ে তিনবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হল। অন্যদিকে, এদিনই কুপওয়ারা সীমান্তে ভারতীয় সেনাদের হাতে মৃত্যু হয়েছে তিন জঙ্গির।
ভারতের কর্মকর্তারা জানান, ভারতের বেশ কিছু গ্রামের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। আহতদের জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কে গ্রাম ছেড়ে যাচ্ছেন গ্রামবাসীরা।
ভারতের কর্মকর্তারা জানান, ভারতের বেশ কিছু গ্রামের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। আহতদের জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কে গ্রাম ছেড়ে যাচ্ছেন গ্রামবাসীরা।