নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার উদ্যোগে সোমবার ( ৩ জুন) খবরিকা কার্যালয়ে খবরিকা সাংবাদিক ইউনিটের ২০১৮-২০১৯ সালের সক্রিয় সংবাদকর্মীগনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। খবরিকা সম্পাদক মাহবুব পলাশ এর ব্যক্তিগত উদ্যোগে উক্ত ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রবীণ সঙ্গিত শিল্পী ও খবরিকার উপদেষ্টা বাবু রণজিত ধর, মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও খবরিকার উপদেষ্টা নয়ন কান্তি ধূম, খবরিকার নির্বাহী সম্পাদক ও দুর্বার সম্পাদক রাজীব মজুমদার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, খবরিকার উপসম্পাদক ও ছড়ার আসর সম্পাদক আনোয়ারুল হক নিজামী, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খবরিকার সহসম্পাদক দৈনিক মানবকন্ঠ এবং বাংলাদেশ জার্নাল এর সাংবাদিক নাছির উদ্দিন, খবরিকার বার্তা সম্পাদক ও দৈনিক ইনকিলাবের মীরসরাই প্রতিনিধি ইমাম হোসেন, খবরিকার বিভাগীয় সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ার ইসলাম রনি, সহ সম্পাদক রিপন গোপ পিন্টু, খবরিকার বিশেষ প্রতিবেদক কামরুল ইসলাম, দৈনিক জনতা প্রতিনিধি ও খবরিকার নিজস্ব প্রতিবেদক আব্দুল মান্নান রানা, সীতাকুন্ড ব্যুরো প্রধান আবুল খায়ের, নিজস্ব প্রতিনিধিগন যথাক্রমে নিমাই দাস, দিদারুল আলম সোহেল, জাবেদ হোসাইন, মীর হোসেন, জিয়াউর রহমান জিতু প্রমুখ।