শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

image_96124.earthquak logo 2

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ শুক্রবার ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর জানা যায়নি।আবহাওয়া সংস্থার কর্মকর্তা জাবিহ উল্লাহ এএফপিকে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে বেলুচিস্তান প্রদেশের খুজদার নগরী। ভূপৃষ্ঠ থেকে ২৬ কিলোমিটার (১৬ মাইল) গভীরে এ ভূমিকম্প সৃষ্টি হয়। তিনি বলেন, সকালের এ ভূমিকম্প আশপাশের শহর ও জেলাগুলোতেও অনুভূত হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজারেরও অধিক লোকের প্রাণহানি ঘটে এবং প্রায় ৩৫ লাখ লোক গৃহহীন হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিকম্পটি বিশেষভাবে আঘাত হানে। এ ছাড়াও গত বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৩৭০ জন নিহত এবং বাকী এক লক্ষ গৃহহীন হয়।