পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণে মঙ্গলবার অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নজর জানান, ‘আমরা ট্রেন থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করেছি। লাশগুলো পুড়ে কয়লা হয়ে গেছে।’তিনি আরো বলেন, একজন আহত ব্যক্তি হাসপাতালে নেয়ার পর মারা গেছে।
একজন প্রশাসনিক কর্মকর্তা এ ঘটনার কথা নিশ্চিত করেন।