গতকাল (শনিবার) রাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে ভূমিধসে ৭জন নিহত ও ১০জন আহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪৫জন আটকা পড়েছেন।জানা গেছে, বৃষ্টির কারণে কয়লা খনিটিতে ভূমিধস হয়। তখন ৬০জন শ্রমিক ঐ খনিতে কাজ করছিলেন। আহত খনিশ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খনিটি দুর্গত এলাকায় অবস্থিত বলে উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গত ১১ মার্চ থেকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টির কারণে দেশটিতে ২০জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।