বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাকিস্তানের হাইকমিশনারকে তলব

j7f8ndmk_41774

 

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেয়ার কড়া সমালোচনা করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান বলে সূত্র নিশ্চিত করেছে।

মিজানুর রহমান সরকারের অবস্থান তুলে ধরে তাকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো উচিত নয়। আন্তর্জাতিক মান বজায় রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার সংঘটিত হচ্ছে। বাংলাদেশ আশা করে, আগামী দিনে পাকিস্তান এ ধরনের আচরণের পুনরাবৃত্তি করবে না। এ মর্মে একটি চিঠি আহমেদ হুসেইন জায়োর কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।