শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন আফ্রিদি

image_75446.afridi-afp-4-640x480

টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে আবার পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন শাহিদ আফ্রিদি। টি-টোয়েন্টিতে মহম্মদ হাফিজের উত্তরসূরি হলেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ৷ সোমাবার আফ্রিদিকেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের নেতা বেছে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক মইন খানকে।বাংলাদেশে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে সেমিফাইনালে তুলতে না-পারায় পাকিস্তান দলের নেতৃত্ব ছাড়েন হাফিজ। সোমবার তাঁর জায়গায় পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো আফ্রিদিকে। ৩৪ বছর বয়সি অল-রাউন্ডারের ওপরই আস্থা রাখল পিসিবি ৷এর আগেও দেশকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব ছিল আফ্রিদির হাতেই। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। তার পর টেস্টের পাশাপাশি ওয়ান ডে ক্রিকেটেও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় মিসবা-উল হককে।আফ্রিদিকে নেতা বেছে নেওয়ার পাশাপাশি, প্রধান নিবার্চক হিসেবে এদিন মইন খানের নাম সিলমোহর দেয় পিসিবি। একই সঙ্গে সাবেক উইকেটকিপার ব্যাটসম্যানকে দলের ম্যানেজারের দায়িত্বও দেওয়া হয়। আফ্রিদি-মিসবাদের প্রধান পরামর্শদাতা হিসেবে সাবেক অধিনায়ক জাহির আব্বাসের হাতে দায়িত্ব তুলে দেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি।