মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দিন ব্যাপী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নছর মাষ্টার এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ে শিক্ষক আইনুল কবির এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন মীরসরাই চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য এবং উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, হুমায়ন কবির বাবুল, আলী হোসেন, শামসুদ্দিন, ডাক্তার ফিরোজ খান, মোজ্জামেল হক, মীর কাশেম মেম্বার, সহ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথীরা তাদের বক্তব্য প্রদান কালে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের জোর দিতে হবে। সবশেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ করেন অতিথী বৃন্দ।