আইনশৃঙ্খলা বহিনীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি বুঝে সেনা মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশানার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ১৯ এপ্রিল ইসির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তারপর পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের দরকার হলে ইসি সে ব্যবস্থা নেবে।এর আগে, বুধবার বিকেলে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সাংবাদিকদের জানান, আসন্ন ঢাকার দুই (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।এছাড়া, পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের বিএনপি সব বন্ধ কার্যালয় খুলে দেওয়ার আহ্বান জানান হান্নান শাহ।