পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শতকরা দুই ভাগ শেয়ার রাখা বাধ্যতামূলক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ এ রায় দেন। ২০১১ সালের ২২ নভেম্বর এসইসি দুই ভাগ শেয়ার বাধ্যতামূলক করে একটি প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে হলে কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকতে হবে।
এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমানের করা রিটে ২০১২ সালের ১২ ডিসেম্বর রুল দেয়। আবেদনের পক্ষের আইনজীবী শাহ মোহাম্মদ আহসানুর রহমান বলেন, ‘আমরা ওই নোটিশের ডি ও ই কে চ্যালেঞ্জ করেছি। আদালত রুল দিয়েছিল। এখন রুল অনুসারে আবেদন মঞ্জুর করে রায় দিয়েছে।