শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পরাজয় স্বীকার করে সোনিয়া ও রাহুল গান্ধীর নতুন সরকারকে অভিনন্দন

rahul_99898

কংগ্রেসের ভরাডুবির দায় স্বীকার করলেন দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের মূল দায়িত্বে থাকা রাহুল গান্ধী। শুক্রবার বিজেপির জয় নিশ্চিত হওয়ার পরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে রাহুল বলেন, দায় আমারই। এ সময় তার মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তার পাশে ছিলেন। এদিকে ফলাফলে ভরাডুবির পর পরাজয় স্বীকার করে নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ দেশটির নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।কংগ্রেস এই প্রথমবার ১০০ আসনের নিচে জিতেছে। দল ও জোটকে নিয়ে নির্বাচনের মূল দায়িত্বে ছিলেন রাহুল। ফলে পরাজয় ও ব্যর্থতার ভার তাকেই নিতে হলো। নিজেদের সমালোচনা তিনি বলেন, কংগ্রেস বাজে পারফর্ম্যান্স করেছে। আমার দৃষ্টিতে আমাদের আরো ভালো করার কথা ছিল। তবে যা কিছু ঘটেছে তার দায় আমি নিচ্ছি।সংবাদ সম্মেলন থেকে বিজেপিকে অভিনন্দন জানিয়ে রাহুল বলেন, নতুন সরকারকে অভিনন্দন জানাই। জনগণ তাদেরকে ম্যানডেট দিয়েছে। তারা সরকার পরিচালনা করবে। দলের নীতিতে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এ পরাজয় থেকে শিক্ষা নেয়ার আছে। বিরোধী দলে থেকে দল গোছানোর কাজ করবেন বলেও জানান তিনি।এরপর সোনিয়া গান্ধী বলেন, আমি বিজেপির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে এ পরাজয়ের জন্য দলের প্রেসিডেন্ট হিসেবে দায় নিচ্ছি। সোনিয়া বলেন, আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে সমর্থন পাইনি। তবে জয় পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, আমরা জনমতকে শ্রদ্ধা জানাই।