Saturday, February 8Welcome khabarica24 Online

পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িও না: পুতিন

39034_russ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পরমাণু অস্ত্রে সমৃদ্ধ রাশিয়ার সশস্ত্র বাহিনী যে কোন ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। রাশিয়ার সঙ্গে মতবিরোধে জড়ানো বিদেশী রাষ্ট্রসমূহের উদ্দেশে তিনি বলেন, রাশিয়ার সহযোগীদের এটা বোঝা উচিত যে আমাদের সঙ্গে বিবাদে না জড়ানোটাই সর্বোত্তম। তবে কোন সুনির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ করেননি রাশিয়ার প্রেসিডেন্ট। ক্রেমলিন-সমর্থক যুব ক্যাম্পের সদস্যদের এক সমাবেশে রাজধানী মস্কোয় এক ভাষণে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই বিবৃতির এক পর্যায়ে পুতিন বলেন, ধন্যবাদ ঈশ্বরকে। রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়ানোর কথা কেউ ভাবছে বলে মনে হয় না আমার। তিনি আরও বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ দেশগুলোর একটি রাশিয়া। গত মার্চে ইউক্রেনের শাসনাধীন গুরুত্বপূর্ণ শহর ক্রিমিয়া দখল করে রাশিয়া। ইউক্রেন সরকারের সহিংসতা থেকে রুশ ভাষাভাষী বিপুল জনগোষ্ঠীকে রক্ষায় পদক্ষেপ নেয়া আবশ্যক ছিল বলে মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, মস্কোর সঙ্গে কিয়েভ আলোচনায় বসতে না চাওয়ার ফলশ্রুতিতেই ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে।