সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়নের পথে দ্রুত সব কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, শুধু দেশেই নয় পদ্মা সেতুর কাজ চলছে এখন চীন, সিঙ্গাপুর ও জার্মানীতে। এসব দেশে নির্মিত অংশগুলো জাহাজে করে এনে মাওয়ায় স্থাপন করা হবে। মন্ত্রী আজ আকষ্মিক মাওয়ায় পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বাসসকে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শিডিউল অনুযায়ী সব চলছে। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। এখন আর এটা কোন স্বপ্ন নয়। টেকনিয়েশানসহ সেতু তৈরিতে দক্ষ শতাধিক চীনা নাগরিক পদ্মা সেতুর কাজে ব্যস্ত রয়েছেন। মাটি পরীক্ষার কাজ দ্রুত এগিয়ে চলেছে।সোমবার নদী শাসনের চুক্তি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সবকিছু মিলিয়ে ২০১৮ সালের মধ্যে দেশের সর্ববৃহৎ এই সেতু চলাচলের উপযোগী হবে। তিনি বলেন, সেতু নিমার্ণের স্বার্থে মাওয়াঘাট শিমুলিয়ায় স্থানান্তর হচ্ছে। শিমুলিয়াঘাট চূড়ান্ত পর্যায়ে। আগামী মাসে ঘাটটি স্থানান্তর করা সম্ভব হবে। মন্ত্রী পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাটি পরীক্ষার কাজ ঘুরে দেখেন। তিনি মাওয়াঘাট এবং নতুন শিমুলিয়াঘাটও পরিদর্শন করেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নবনির্মিত শিমুলিয়া ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণ চূড়ান্ত পর্যায়ে। এই সড়কও তিনি ঘুরে দেখেন। প্রটোকলবিহীন স্বাধীনভাবে মন্ত্রী দুপুর ১টা থেকে প্রায় এক ঘণ্টা প্রকল্প এলাকায় অবস্থান করে খুঁটিনাটি বিষয়ে খোঁজ নেন। তিনি কাজে সন্তোষ প্রকাশ করেন।