পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয়। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু এখন সত্য হতে চলেছে। চলতি বছরের জুনে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মুল পদ্মা সেতু ও জুলাইয়ে সাত হাজার কোটি নদী শাসনের কাজ শুরু হবে।” আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের মাদবরচর পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।যোগাযোগমন্ত্রী বলেন, জুন মাসের মধ্যে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মূল পদ্মা সেতুর কাজ ও জুলাইয়ে সাত হাজার কোটি টাকা ব্যয়ে নদী শাসনের কাজ শুরু হবে। নদী শাসনের কাজে বিশ্বব্যাংকের যাচাইকৃত যে পাঁচটি কম্পানি দরপত্র ক্রয় করেছিল। সেগুলোই অংশ নিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি এরাই কারিগরি সহায়তা দিবেন। এরপর যাচাই বাছাই শেষ হয়ে আশা করছি জুলাইয়ের মধ্যে নদী শাসনের কাজ শুরু হবে। এ সময় মন্ত্রী পদ্মা সেতুর অগ্রগতির তথ্য তুলে ধরেন।