শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পদ্মা সেতুর টাকা অন্য খাতে ব্যবহার হবে না : অর্থমন্ত্রী

image_69019.muhit

পদ্মা সেতুর টাকা অন্য খাতে ব্যবহার করা হবে না। এ খাতের টাকা অপরিবর্তিত থাকবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।এ সময় অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্যে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েনি। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।এদিকে জানা গেছে, অনুষ্ঠিত এ সভায় ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্ত মোট ১২৫৪টি প্রকল্পের মধ্যে ২০২টি প্রকল্প নতুন অনুমোদিত হয়। এই ১২৫৪টি প্রকল্পের মধ্যে ১০৪৯টি বিনিয়োগ প্রকল্প, ১৭৪টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৩১টি জেডিসিএফ অর্থায়িত প্রকল্প। নতুন অনুমোদিত ২০২টি প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৪৯টি। বাকি ৪৩টির মধ্যে ৪২টি কারিগরি সহায়তা প্রকল্প এবং একটি জেডিসিএফ অর্থায়িত প্রকল্প। এ বছরের সংশোধিত এডিপিতে বরাদ্দবিহীবভাদে সংযুক্ত অননুমোদিত নতুন ৫৫৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।