শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পদ্মা সেতুতে নতুন করে অর্থায়ন করবে না এডিবি

index_111480

আগে অর্থমন্ত্রীর চিঠির জবাবে সরাসরি না করেছিল এডিবি। এবার অর্থমন্ত্রীর অনুরোধ প্রত্যাখান করে পদ্মা সেতু বিষয়ে কোন কাজে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের অবস্থান পরিস্কার করে জানিয়ে দিলেন সংস্থার প্রেসিডেন্ট স্বয়ং।রোববার এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও নতুন করে পদ্মা সেতুতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করবে না বলে জানিয়েছেন।সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। বৈঠক সূত্র জানায়, অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্টকে পদ্মা সেতুতে নতুন করে অর্থায়ন করার অনুরোধ জানান। পাশাপাশি সেতুর কারিগরি দিক পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ করে পদ্মা সেতুর দরপত্র মূল্যায়ন করার অনুরোধ করেন আবুল মাল আব্দুল মুহিত।এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বলেন, পদ্মা সেতুর বিষয়ে এডিবির অবস্থান পরিস্কার। আমরা এই প্রকল্পে কোন অর্থ সহায়তা করছি না।এজন্য কারিগরি দিক পর্যালোচনার মতো কোন দায়িত্বও পালন করবে না এডিবি। তবে সরকারের অন্যান্য খাতে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে আনতে এডিবি ঢাকা অফিসের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এর ফলে প্রকল্পের পরামর্শক নিয়োগসহ অন্যান্য কাজগুলো এখন থেকে এডিবির ঢাকা অফিস সম্পন্ন করতে পারবে। তবে একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে আনতে বাংলাদেশ সরকারকেও প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও মন্ত্রণালয়গুলোর ক্ষমতা বাড়াতে হবে।