মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নয়া পল্টনে বিএনপির দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

55899_d1

 

লালবাগ থানা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লালবাগ থানা বিএনপির কমিটি গঠনের জন্য গতকাল বেলা সাড়ে ১১টার পর বিএনপি কার্যালয়ে বৈঠকে বসে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অনুসারী আলতাফ হোসেন গ্রুপ ও সাবেক কাউন্সিলর আলী আজম গ্রুপ। এ সময় মতানৈক্যের জের ধরে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ২০ মিনিট ধরে চলে এ সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’পক্ষকেই ধাওয়া করে পুলিশ। এ সময় দু’জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশসহ ৫ জন আহত হয়। আহতরা হলেন মহানগর বিএনপির লালবাগ থানার ৬২নং ওয়ার্ডের প্রথম যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, একই ওয়ার্ডের কর্মী কামরুল ইসলাম, সোহেল রানা, ৬০নং ওয়ার্ডের কর্মী ইমন ও ৬১নং ওয়ার্ডের কর্মী মাসুদ পারভেজ। এছাড়া ইটের আঘাতে আহত হয়েছেন এরশাদ নামে এক পুলিশ কনস্টেবল।