Thursday, December 12Welcome khabarica24 Online

নয়া ইউএনও’র সাথে মীরসরাই সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

online-pic

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মীরসরাই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার সকাল সাড়ে দশটার সময় মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ প্রতিনিধি রাজিব মজুমদারের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিকবৃন্দ। এসময় সহকারি কমিশনার ভূমি ফজলে এলাহী ওলি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান উপস্থিত ছিলেন। নতুন ইউএনও সাংবাদিকদের সহায়তা কামনা করে যে কোন উন্নয়নমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের মীরসরাই প্রতিনিধি আমিনুল হক, দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক কর্ণফুলী প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, খবরিকার বার্তা সম্পাদক ওমর ফারুক ইমন।