নোয়াখালীর বেগমগঞ্জে আবুল বাশার (৪২) নামে এক ব্যবসায়ী অপহৃত হয়েছেন। অস্ত্রের মুখে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার মধ্যে ৫ লাখ টাকা না দিলে বাশারকে মেরে ফেলা হবে বলে অপহরণের সময় হুমকি দিয়ে যায় অপহরণকারীরা। স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, অপহৃতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ আবুল বাশারকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।