ইতালির মিলান কংগ্রেসে বৃহস্পতিবার সন্ধ্যায় দশম আসেম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অংশীদার হওয়ার বিষয়ে নিজ দেশের এই আগ্রহের কথা জানান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। এ সময় সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস।
পরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক এ বিষয়ে সাংবাদিকদের জানান। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বিজন লাল দেবও উপস্থিত ছিলেন। বৈঠকে কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া উদ্যোগ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলোতে বাংলাদেশের থেকে তার দেশের অনেক কিছু শিক্ষণীয় আছে বলেও উল্লেখ করেন মার্ক রুট।
আঞ্চলিক সহযোগিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সন্ত্রাসের সরকারের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।
পরে আসেম নেতাদের সম্মানে ইতালির প্রেসিডেন্ট জর্জিও নাপলি তানোর দেওয়া নৈশভোজে যোগ দেন শেখ হাসিনা।