শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নেইমার কাঁদলেন, কাঁদালেন

28441_neymar

নেইমার কাঁদলেন। অঝোর ধারায়। পাশে দাঁড়িয়ে থাকা মাসকটের শিশুরাও তার কান্না দেখে কাঁদলো। এবার বিশ্বকাপে ব্রাজিলের পোস্টার-বয় খেতাব পেয়েছেন নেইমার। ২২ বয়সী এই যুবকের দিকে তাঁকিয়ে এখন পুরো ব্রাজিল। তারা চায় বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা। নেইমার ফুটবলপ্রেমীদের ভালবাসায় সিক্ত। খেলার মাঠে কঠিন নেইমার। কিন্তু মেক্সিকোর বিপক্ষে খেলা শুরু হওয়ার আগে মাঠে দাঁড়িয়েই অঝরে কাঁদলেন আবেগী নেইমার। মঙ্গলবার মেক্সিকোর বিপক্ষে খেলা শুরু হওয়র আগে ব্রাজিলের সব খেলোয়াড় সারি দিয়ে দাঁড়ানো জাতীয় সঙ্গীত গওয়ার জন্য। একটু পরেই জাতীয় সঙ্গীতের সুর বেজে উঠবে। কিন্তু হঠাৎই নেইমারের দু’চোখ ভরে উঠলো জলে। কান্না সংবরন করতে দু’হাতে চেপে ধরে দু’চোখ। নেইমারের কান্না দেখে পাশ দাঁড়ানো মাসকটের বালিকাদের চোখ ছলছল করে ওঠে। কেন কাঁদলেনÑ তার কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে দেশপ্রেম ও দেশে মানুষের ভালবাসায় আবেগি নেইমারের চোখে পানি এনে দিয়েছে তাতে কোন সন্দেহ নেই। এদিন নেইমার গোল না পেলেও দারুণ খেলেছেন। দেশের হয়ে ৫০ ম্যাচে ৩৩ গোল করা নেইমারকে এদিন রুখে দিয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গুইলার্মো ওচোয়া একাই। ম্যাচের ২৬ মিনিটে নেইমারের নেয়া হেডটি রুখে দেয়া ছিল অবিশ্বাস্য। ৮৫ মিনিটে অধিনায়ক থিয়াগো সিলভার আরও একটি হেড রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক। এতে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।