শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নেইমারের সমালোচনায় সিলভা

kook-1416212242_44167

 

ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা আর অধিনায়ক নেইমার দ্য সিলভা জুনিয়ারের সমালোচনা করলেন দেশটির সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। তার অভিযোগ, অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার সময় দুঙ্গা কিংবা নেইমার কেউ আগে থেকে তাকে জানায় নি।২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ডিফেন্ডার থিয়াগো সিলভাকে সরিয়েই নেইমারকে অধিনায়ক নির্বাচিত করেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লোস দুঙ্গা। বিষয়টি নিয়ে সাবেক ব্রাজিল অধিনায়কের ভাষ্য, নেইমার কখনোই বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলতে আসেনি।ব্রাজিলের গ্লোবো স্পোর্টোকে দেয়া এক সাক্ষাৎকারে সিলভা আরও বলেন, আমার সাথে কোনো প্রকার কথা না বলেই এই পালাবদল হয়েছে। এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে।উল্লেখ্য, ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কত্ব করেছেন সিলভা। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানের লজ্জার হারে বিশ্বকাপ শেষ হয় স্বাগতিকদের। অবশ্য ওই মাঠে ছিলেন না সিলভা। এরপর সেলেসাওদের কোচিংয়ের পদ থেকে সরিয়ে দেয়া হয় কোচ লুইস ফিলিপ স্কলারিকে। নিয়োগ পান সাবেক কোচ দুঙ্গা। দলে আমূল পরিবর্তন নিয়ে আসেন সাবেক বিশ্বকাপ জয়ী তারকা। এই ধারায় ব্রাজিল দল থেকে বাদ পড়েন সিলভা। অবশ্য দুঙ্গার দ্বিতীয় পর্বের কোচিংয়ে প্রথম দিকে ইনজুরির জন্য দলে ছিলেন না সিলভা।