সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নূর হোসেনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

image-3_98947

নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ মন্ডলের এক আবেদনের প্রেক্ষিত্রে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান আদেশের সত্যতা স্বীকার করেন। ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এরপর ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে অপর একজনের লাশ উদ্ধার করা হয়।