নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতারের বিষয়টি জানিয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারত। একইসঙ্গে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ভারত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ভারত নোট ভার্বাল আকারে খবরটি জানিয়েছে। এছাড়া চিঠিতে সরকার নূর হোসেনের যেসব তথ্য সংগ্রহ করছে সেগুলো চেয়েছে ভারত। এসময় তিনি আরো বলেন, নূর হোসেনকে ফেরত আনতে সরকার সচেষ্ট রয়েছে। গত শনিবার রাতে কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালী এলাকায় বহুতল একটি আবাসন ভবনের চতুর্থ তলা থেকে নূর হোসেন ও তার দুই সহযোগী সেলিম ও শামীমকে গ্রেফতার করে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্কোয়াড।