রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নীলফামারীতে ২৩ অক্টোবর খালেদা জিয়ার জনসভা

image_138035.khaleda zia (2)
নীলফামারী পৌরসভা মাঠে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ২৩ অক্টোবর খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুরে জনসভাস্থল  পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, নীলফামারীতে খালেদা জিয়ার জনসভায় চলমান আন্দোলন কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হবে।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে এ এলাকায় প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দাবি করে দুলু বলেন, তার জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
এর আগে দলীয় কার্যালয়ে বিএনপি এবং ২০ দলীয় জোট নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান বলেন, খালেদা জিয়ার জনসভা সফল করতে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা, প্রচার, অভ্যর্থনা, মঞ্চ তৈরি, উপস্থাপনা, সাংস্কৃতিকসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
মাঠ পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা বিএনপি সভাপতি এডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, সদস্য সচিব শামসুজ্জামান জামানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।