নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীগন এর আত্মার মাগফেরাত এবং বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার ( ৯ আগষ্ট ) উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। জুমাআর প্রাক্কালে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মোনাজাত প্রাক্কালে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দ যথাক্রমে আজিজ চৌধুরী, তৌহিদুল ইসলাম, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন, প্রফেসর সেলিম নিজামী, শওকত আকবর সোহাগ, নুর মোহাম্মদ, আবুল খায়ের, শেখ আহাম্মদ, নুরুন নবী ভাষানী, শাহ আলম, মো: মুছা প্রমুখ । মসজিদে জুমা শেষে দোয়া মোনাজাতে দেশের এই অর্জিত স্বাধীনতার জন্য শহীদ শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা এবং বেগম জিয়ার সুস্থতা সহ দীর্ঘায়ু কামনা করা হয়।