বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিহতের সংখ্যা বেড়ে ৭০, উদ্ধার অভিযান সমাপ্ত

manikganj-6_64602

 

পদ্মায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান আজ সোমবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে আরও কয়েকদিন ডুবুরিরা উদ্ধার কাজ চালাবে।পাটুরিয়া ঘাটে খোলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আজ দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার হওয়া লাশ নিয়ে মৃতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৭টি পুরুষ, ২৪টি নারী ও ১৯টি শিশুর লাশ। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৬৮টি লাশ। গতকাল রবিবার মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া যাওয়ার পথে আরেকটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমভি মোস্তফা। ডুবে যাওয়া লঞ্চটিকে আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম।