দুঃখবিলাসী যৌবনের ইচ্ছেগুলো
বির্বণ বিকেলের গায়ে
ঝরে পড়ছে –
জননীর অশ্রুবিন্দুতে।
যেদিন সুখে ঘেমে ছিল ঘর
সেদিন বৃক্ষের গায়ে জেগে ছিল চর।
তখন থেকে নিভৃতে ওষ্ঠ শুষে
ধ্যান করি – নিস্ফলা গৃহে
যদি তোমার ঝর্ণা বেয়ে রক্তপাত নামে
বরফগলা পানির ভেতরে
কেবল তোমাকে জাগবো আবার।