শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিষেধাজ্ঞার প্রতিশোধ নেবে রাশিয়া

image_78462.vr_h_50596277

আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ সোমবার এ কথা জানান। নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে ন্যক্কারজনক হিসেবে অভিহিত করেছে রাশিয়া। রিয়াবকোভ বলেছেন, যারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হবে ।অবশ্যই নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া দেখানো হবে উল্লেখ করে রিয়াবকোভ একটি গণমাধ্যমকে বলেছেন, আমরাও নিষেধাজ্ঞার সমুচিত জবাব দেব। আর এটা বড় পরিসরেই দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা ওয়াশিংটনের জন্য যন্ত্রণাদায়ক হবে। কারণ মস্কো কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে সে ব্যাপারে কারো মন্তব্য করার অধিকার নেই। ইউক্রেন সমস্যায় মস্কোর জড়িত থাকার অভিযোগে ওয়াশিংটন সোমবার রাশিয়ার ওপর তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাশিয়ার সাত সরকারি কর্মকর্তা ও ১৭টি প্রতিষ্ঠান।এই নিষেধাজ্ঞা অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা বাতিল ও রুশ কর্মকর্তাদের সম্পদ জব্দ করার কথা রয়েছে। ইউক্রেন সমস্যায় বেআইনিভাবে হস্তক্ষেপ ও উসকানি দেওয়ার অভিযোগে মস্কোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের জন্য উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি রপ্তানির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ওবামা প্রশাসন।